সম্প্রীতি কিছুদিন আগে এন জে পি রেল কোয়ার্টারে চুরি চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ। এই ঘটনায় দুই অভিযুক্ত বর্তমানে পুলিশের জালে। গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনা ঘটে।
বাড়ির লোকের অভিযোগ সেই রাতে বাড়ির সকল সদস্যদের উপর নেশার ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘরের আলমারির লকার ভেঙে সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
তদন্তের প্রায় এক মাস দশ দিন পর সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। তাকে আদালতে পাঠিয়ে আবার পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর নন্দু তির্কি কি নামের আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেই চুরি যাওয়া কিছু সোনা ও রুপোর অলংকার উদ্ধার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।
