দুস্থ শিশুদের নিয়ে সেবামূলক কর্মসূচী

রবিবার নকশালবাড়ী সারদা বিদ্যামন্দিরের পক্ষ থেকে ‘শিব জ্ঞানে জীব সেবা’ নামে একটি কর্মসূচী গ্রহণ করা হয়।

যেখানে সমাজের বিভিন্ন এলাকার দুস্থ শিশুদের নিয়ে তাদের সংস্কার মূলক দিক শেখানো হয় ও তাদেরকে দিয়ে সাংস্কৃতিক কার্যক্রম করানো হয়।

মোট ৯৭ জন শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেন তারা। এবং তাদের হাতে পঠন-পাঠনের সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের প্রধান আচার্য সুজিত দাস।