রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
তবে এবার সেই কার্ড ঘিরেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আয়করদাতারা আর রেশন সুবিধা পাবেন না। শুধু তাই নয়, আর্থিকভাবে যাঁরা প্রকৃত সুবিধাভোগী নন, তাঁদের কার্ডও খারিজ হয়ে যাবে।
কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর ও সিবিডিটির তথ্য খতিয়ে দেখে বলছে যে, সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই কার্ড বাতিল করার জন্য। সূত্রের দাবি, এঁদের মধ্যে প্রায় ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ আয়কর দেন অথচ রেশনও নেন। তথ্য অনুযায়ী, প্রায় ৫ লক্ষ ৩১ হাজার রেশন কার্ডধারী আসলে কোনও না কোনও সংস্থার মালিক।
