তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী। এই প্রকল্পের মুকুটে জুড়ল নয়া পালক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে এক কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে চলা এই প্রকল্পে রাজ্য সরকারের এই প্রকল্পে চিকিৎসা খাতে ব্যয় হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা।
২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। সেই হিসাবে, গড়ে প্রতি বছর প্রায় ১১ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। পরিসংখ্যান বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গের ৮ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন।
