জুড়ছে বেশ কিছু মেট্রো লাইন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নতুন তিনটি রুটে চালু হয়ে যাচ্ছে মেট্রো পরিষেবা। প্রায় ১৪ কিমি রাস্তা কভার করছে এই তিনটি মেট্রো রুট। সেগুলি হল, শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর এবং হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা।

শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটেরই একটি নতুন অংশ। কেউ যদি দক্ষিণেশ্বর গড়িয়া থেকে হাওড়া যেতে চান তবে এসপ্ল্যানেড হয়েও যেতে পারবেন। প্রায় ১ ঘন্টার রাস্তা মাত্র ১০ মিনিটেই চলে যাওয়া যাবে এই রুট চালু হলে। অন্যদিকে বেলেঘাটা এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো রুট চালু হওয়ায় বেলেঘাটা থেকে সোজা কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছে যাওয়া সহজ হবে।

উল্লেখ্য, কবি সুভাষের সঙ্গে নিউ গড়িয়া রেল স্টেশনের যোগ থাকায় শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদেরও সুবিধা হবে। এদিকে নোয়াপাড়া-বিমাষবন্দর রুটে যশোর রোড এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন রয়েছে সঃযোগকারী মেট্রো তৈরি হয়েছে।