মুখ্যমন্ত্রীর তরফে একাধিক নয়া নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এসএসকেএম থেকে উলুবেড়িয়া সম্প্রতি একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালের শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতে অস্বস্তি বেড়েছে রাজ্যের। বড়সড় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা।

এই আবহে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই কয়েকদফা নির্দেশিকা জারি নবান্নের। একাধিক কঠোর নির্দেশ দেন তিনি। এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকে সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল, সুপাররদের পাশাপাশি সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনারও।

বৈঠকে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ, নির্দিষ্ট পোশাক, ডিউটি রস্টারের দিকে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কর্মী নিয়োগের আগে তাঁদের অতীত কাজের রেকর্ড খুঁটিয়ে দেখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।