সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারত। ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তিতে রাশ টেনেছে কেন্দ্র।
১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু নদী চুক্তির আওতায় ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে এই নদীর জল বণ্টন করে আসছে। ভারত এর কিছু অংশ ব্যবহার করতে পারলেও, পাকিস্তান প্রধানত সিন্ধু নদী, চেনাব এবং জলমুখী নদীগুলোর জল ব্যবহার করে থাকে। ভারত যদি পাকিস্তানকে জল সরবরাহ একেবারে বন্ধ করে দেয়, তবে তা পাকিস্তানের কৃষি, পানীয় জল সরবরাহ এবং বৈদেশিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের সামগ্রিক নিরাপত্তা, অর্থনীতি এবং জনজীবনেও বিপর্যয় সৃষ্টি হতে পারে। ভারত, অন্যদিকে, এই পদক্ষেপটিকে জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখছে।