দীর্ঘ সময় ধরে চলছিল জল্পনা, অবশেষে নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের প্রাথমিক শিক্ষা পরিকাঠামো নিয়ে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে মোট ২৩,১৪৫ জন শিক্ষকের বদলির ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্কুলশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে ২৩,১৪৫ জন বাড়তি শিক্ষক রয়েছেন। অন্যদিকে, ২৩,৯৬২টি শিক্ষকপদে ঘাটতি রয়েছে। সেই কারণে স্কুলগুলির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে, প্রতিটি জেলার মধ্যেই শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের ২২টি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের আওতায় বদলি করা হবে। বিকাশ ভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শিক্ষকদের বদলি শুধুমাত্র জেলার মধ্যেই করা যাবে। অর্থাৎ যিনি যে জেলার শিক্ষক, তিনি সেই জেলার মধ্যেই অন্য স্কুলে বদলি হবেন। তবে সংখ্যার এই হিসেব নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষক মহলের একাংশ। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার সংখ্যা নিয়ে কারচুপি করছে। গত কয়েক বছরে নতুন শিক্ষক নিয়োগ কার্যত বন্ধ ছিল। তবুও কীভাবে মাত্র ৮১৭ জন শিক্ষকের ঘাটতি দেখানো হচ্ছে।
