চালু করা হবে বেশ কিছু স্পেশাল ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। শারদোৎসবের মরশুমে দেশবাসীর জন্য সুখবর দিল মোদি। দুর্গাপুজো ও কালীপুজোয় ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের তরফে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই ট্রেন পরিষেবা চালু হবে বিভিন্ন রুটে, যাতে উৎসবের দিনে যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছতে পারেন। বিশেষ ট্রেন চালানো হবে ইটওয়ারি থেকে শালিমার রুটে। ইটওয়ারি থেকে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে এবং পরদিন দুপুর ২টা ২০ মিনিটে পৌঁছবে শালিমারে।

শালিমার থেকে স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টায় এবং পরদিন দুপুর ৩টে ৩৫ মিনিটে ইটওয়ারিতে পৌঁছবে। ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে শালিমার থেকে ট্রেন ছাড়বে এবং রবিবার সকাল ৮টায় পৌঁছবে পাটনায়। অপরদিকে, ২ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে পাটনা থেকে ট্রেন ছাড়বে এবং রাত ১টা ৪০ মিনিটে পৌঁছবে শালিমারে।