মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার নিরাপত্তার নজরদারি আরও পোক্ত করতে বড় উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
এতদিন অবধি বুথের ভেতর সবটা লাইভ স্ট্রিমিং করা হতো। তবে এখন আর সেখানেই থেমে থাকতে চাইছে না কমিশন। রাজ্যের ভোটের ইতিহাসে এই প্রথমবার বুথের ভেতর ও বাইরে লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গেই কুইক রেসপন্স টিম, র্যাপিড অ্যাকশন ফোর্স ও ফ্লাইং স্কোয়্যাডের গাড়ির মাথায় লাগানো থাকবে ক্যামেরা। যার মাধ্যমে সবকিছু লাইভ স্ট্রিমিং করা হবে।
ইতিমধ্যেই নাকা চেকিংয়ে এই লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে। সেখানে ভিডিওর পাশাপাশি অডিও-ও ভেসে আসছে। এটা কার্যত ট্রায়াল, পরবর্তীতে ছাব্বিশের নির্বাচনে পুরোপুরিভাবে নির্দিষ্ট গাইডলাইনগুলি শুরু করবে কমিশন।
