বিগত বেশ কিছু সময় ধরে চলছে একের পর এক মাওবাদী দমন কার্য। বছরের পর বছর জঙ্গলমহলে ত্রাসের আরেক নাম ছিল মাদভি হিদমা। মাওবাদী আন্দোলনের অন্যতম ভয়ংকর মুখ এই নেতা নিরাপত্তাবাহিনী ও সাধারণ নাগরিকদের উপর পরপর নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত ছিল।
অবশেষে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এই কুখ্যাত মাওবাদীর। দীর্ঘদিনের লড়াই শেষ হয়ে এ যেন এক বড় স্বস্তি মিলল নিরাপত্তা বাহিনীর। মাওবাদী-মুক্ত ভারতের লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর বহুদিন ধরেই তৎপর।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিনী জঙ্গলে অভিযান চালায় এবং সেখানেই মুখোমুখি সংঘর্ষে গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা-র। বহুদিন ধরেই নিরাপত্তাবাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই নামটি। খবর অনুযায়ী, হিদমা ছিলেন অন্তত ২৬টির বেশি নাশকতার ঘটনার মূল চক্রী।
