ফের ভিনরাজ্যে দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদার তিন পরিযায়ী শ্রমিক। কেরালার একটি পুরনো বহুতল বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় মালদার বৈষ্ণবনগর ও কুম্ভিরা এলাকার তিন যুবকের। মৃতদের নাম রবিউল ইসলাম (১৮), রুবেল শেখ (২২) ও আলিম শেখ (৩০)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিউল ও রুবেল মালদার বৈষ্ণবনগর থানার যোদ হাজিপাড়া এলাকার বাসিন্দা। অপরজন আলিম শেখের বাড়ি কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। তাঁরা সকলেই কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো। ঈদের পর পেটের টানে কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন তারা। বৃহস্পতিবার রাতে কাজ সেরে একটি পুরনো বাড়িতে ঘুমোচ্ছিলো। সেই সময় আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
এরপর দুঃসংবাদ পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন, প্রতিবেশীরা। গ্রামবাসীরা জানান, মৃত তিন যুবকের পরিবার অত্যন্ত দরিদ্র। আর্থিক অনটনের কারণেই রুবেল পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।
এই ঘটনায় ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে মালদা জেলা প্রশাসন। প্রশাসনের তরফে মৃতদেহগুলো দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সূত্রের খবর, আজ রাতেই তিন যুবকের মরদেহ মালদায় পৌঁছানোর কথা রয়েছে।
