কালীপুজোয় খুদে শিল্পীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল শক্তি সোপান ক্লাব

কালীপুজোকে কেন্দ্র করে শৈশবের সৃজনশীলতাকে মঞ্চ দেওয়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা শক্তি সোপান ক্লাব।এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক খুদে শিল্পী অংশগ্রহণ করে। এবছরের অঙ্কন থিম রাখা হয়েছিল ‘কালী ঠাকুর’।

শক্তি সোপান ক্লাবের পুজো কমিটির সদস্য শুভঙ্কর দত্ত জানান, “প্রতিবছর শ্যামা পুজোতে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খুদেরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নিয়েছে।” তিনি আরও জানান, প্রতিযোগিতায় প্রথম তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের সক্রিয় উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় প্রতিযোগিতা। কালীপুজোর আবহে শিশুদের শিল্পভাবনা ফুটে ওঠে নানা রঙের তুলিতে।