অভিনব থিম নিয়ে এবার দুর্গাপূজার মন্ডপ নিয়ে হাজির হচ্ছে শিলিগুড়ি শক্তিগড় সার্বজনীন দূর্গাৎসব কমিটি পাঠাগার ক্লাব। এবার তাদের পুজা ৭৪ তম বর্ষ পদার্পণ করল। তারই খুটি পূজা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার পাঠাগার ক্লাব প্রাঙ্গনে। স্থানীয় শিল্পী দ্বারা নির্মিত পূজা মন্ডপ এবারও শহরবাসীর নজর কাটবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা।
পূজা কমিটির সম্পাদক কৌশিক দত্ত জানান, মা ও সন্তানের মধ্যে যে নারীর টান, সেই দিকটি উপস্থাপিত করা হবে তাদের থিম “ভক্তির DNA” মধ্য দিয়ে।তিনি আশাবাদী প্রত্যেক বছরের ন্যায় বড় তাদের পূজা মন্ডপ সকলের নজর করবে।
