কালী পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজগঞ্জ ব্লকের আমবাড়ির শক্তিসোপান ক্লাব। রাজগঞ্জ ব্লকের অন্যতম আকর্ষণীয় পুজোগুলির মধ্যে প্রতি বছরই জাঁকজমকের দিক থেকে নজর কাড়ে এই ক্লাবের পুজো। এবছর ৫৫ তম বর্ষে পদার্পণ করছে তারা।
ক্লাবের অন্যতম সদস্য তুষার দত্ত জানান, “এবছরের থিম ‘স্বপ্নের দেশে পরী’। পুরো প্যান্ডেলটি সাজানো হচ্ছে রূপকথার ছোঁয়ায়। দর্শনার্থীরা যেন স্বপ্নরাজ্যের পরিবেশ অনুভব করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ হচ্ছে পুজো প্রাঙ্গনে।”
তিনি আরও জানান, এবারের প্রতিমা তৈরি হচ্ছে শিলিগুড়ির কুমোরটুলির কারিগরদের হাতে। প্যান্ডেলের পাশাপাশি আলোক সজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। প্রায় ৭ লক্ষ টাকার বাজেটে এই পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ১৯ অক্টোবর এই পুজোর উদ্বোধন করা হবে।
এছাড়া পাঁচ দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারেও বিপুল দর্শক সমাগমের প্রত্যাশা করছে শক্তিসোপান ক্লাব কর্তৃপক্ষ।
