কাশ্মীর ও হিমাচলের বিভিন্ন এলাকায় শীতের প্রথম বড় বরফ দেখা গেল।
উত্তর ভারতের একাধিক জনপ্রিয় পর্যটনকেন্দ্র নতুন তুষারপাতে ঢেকে গেল। শুক্রবার কাশ্মীরে চলতি মরসুমের প্রথম বড় তুষারপাত হয়। একই দিনে হিমাচল প্রদেশের শিমলাতেও প্রায় তিন মাসের দীর্ঘ শুকনো সময়ের পর তুষারপাত দেখা যায়। রাজ্যের উঁচু এলাকাগুলি মানালি ও চোপালেও বরফ পড়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও তুষারপাত ও বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে শিমলা জেলা প্রশাসন বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত ও গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। উপরের এলাকায় বরফ জমে যাওয়ায় চোপাল–দেহা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ANI প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাস্তা, বাড়ির ছাদ ও গাছপালা বরফে ঢাকা—যা এই মরসুমের প্রথম বড় শীতের আগমনকে স্পষ্ট করে তুলেছে।
