সোনা চুরির অভিযোগ থেকে শুরু, এরপর হুমকি, তারপর অপহরণ—শেষমেশ খুন! এমনই চাঞ্চল্যকর ঘটনায় তীব্র আলোড়ন পড়েছে। জানা যায়, সোমবার নিউটাউনের দত্তাবাদ এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী ক্ষতবিক্ষত দেহ। এই হত্যাকাণ্ডের অভিযোগের তির এখন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাঁতনের ওই বাসিন্দা সোনার ব্যবসা করতেন। ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, কয়েকদিন আগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তাঁর বাড়িতে যান, বাড়ি থেকে চুরি হওয়া সোনা দোকানে পাওয়া যায়।
কিন্তু এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। বিডিও যাত্রাগাছির সেই বাড়িতে হাজির হন। সেখানে হুমকি দেন ও গাড়িতে করে তুলে নিয়ে যান বলে অভিযোগ।
অবশেষে কয়েকদিন পর নিউটাউনের দত্তাবাদ থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের অভিযোগ— “প্রশান্ত বর্মনই অপহরণ করে খুন করেছে।”
অন্যদিকে, অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া প্রশান্ত বর্মন জানান, “কলকাতায় আমার কোনও বাড়িই নেই। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না”।
ইতিমধ্যে মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
