ঝাড়গ্রামে জঙ্গলমহল ব্যাটেলিয়নের এসআই-এর গুলিকাণ্ডে চাঞ্চল্য

জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর জয়দীপ চাটার্জ্জি ভোর রাতে নিজের ভাড়া বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন, তারপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মা–বাবা ও জয়দীপ চাটার্জ্জিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআই জয়দীপ চাটার্জ্জিকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে রেফার করা হয়। তবে তাঁর মা শম্পা চাটার্জ্জি ও বাবা দেবব্রত চাটার্জ্জিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাবা–মাকে নিয়ে দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন জয়দীপ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, জয়দীপ চাটার্জ্জির বাড়ি আসানসোলের দুমহিনি গ্রামের বামুনপাড়া এলাকায়। তিনি ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়নের চার্জে নিযুক্ত ছিলেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।