‘জয় বাংলা’ স্লোগান শুনে ফের ক্ষুব্ধ শুভেন্দু, সিঙ্গুরে সভায় কটুক্তি, পালটা প্রতিবাদ তৃণমূলের

সিঙ্গুর, ১৩ আগস্ট, ২০২৫ — ফের ‘জয় বাংলা’ স্লোগান শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সিঙ্গুরে আলুর দাম নিয়ে বিজেপির একটি জনসভায় অংশ নিতে যাওয়ার সময় ডানকুনির টোল প্লাজার কাছে স্থানীয় কিছু মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কালো পতাকা দেখান। সভামঞ্চে এই ঘটনার প্রসঙ্গ তুলে শুভেন্দু অশালীন ভাষায় মন্তব্য করেন এবং বিক্ষোভকারীদের পরিবার নিয়ে কটুক্তি করেন।

স্থানীয়দের অভিযোগ, শুভেন্দুর এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। তৃণমূল নেতা বেচারাম মান্না বলেন, “আলুর দাম নিয়ে কর্মসূচি করতেই পারেন, সেটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেভাবে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছেন, তা নিন্দনীয়। কৃষক পরিবারের সন্তান হিসাবে জানি, আলু উৎপাদনে কত কষ্ট হয়। বিজেপি যদি সত্যিই কৃষকের মঙ্গল চায়, তাহলে কেন্দ্রের সঙ্গে কথা বলে রপ্তানির ব্যবস্থা করুক।”

সভায় বিজেপি কর্মীদের আলু মাটিতে ফেলে তার উপর পা মারার ঘটনাও তীব্র প্রতিবাদের মুখে পড়ে। তৃণমূলের দাবি, সিঙ্গুরের মানুষ শুভেন্দুর সঙ্গে নেই এবং তাঁর আচরণ জনবিচ্ছিন্ন রাজনীতির প্রতিফলন।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর বিরুদ্ধে দাদাগিরি ও উস্কানিমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে।