রাসমেলায় বসতে না পেরে ক্ষো*ভে ফেটে পড়লেন ফুটপাত ব্যবসায়ীরা

রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের বসতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার কোচবিহার রাসমেলার সামনে জ্যাঙ্কিনস স্কুল মোড়ে শতাধিক ফুটপাত ব্যবসায়ী একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর রাসমেলার সময় তারা নির্দিষ্ট জায়গায় দোকান বসানোর অনুমতি পেয়ে আসছেন। কিন্তু এবছর যানজটের অজুহাত দেখিয়ে প্রশাসন তাদের উচ্ছেদ করেছে। এতে চরম আর্থিক সংকটে পড়েছে বহু ছোট ব্যবসায়ী ও তাদের পরিবার।

এক প্রতিবাদী ব্যবসায়ী জানান, “মেইন রোড ব্লক করতে চাই না, শুধু চাই প্রশাসন যেন রাসমেলার ফুটপাতে বসার অনুমতি দেয়। এটাই জীবিকার একমাত্র ভরসা।”

ঘটনাস্থলে পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।