একটি দোকানের বিরিয়ানির মাংসে পোকা পাওয়ার ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল বঙ্গীয় হিন্দুমঞ্চ। বৃহস্পতিবার সকালে পুরভবনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। যদিও, পুলিশি বাধায় পুর গেটের সামনে আটকে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার শিলিগুড়ি চম্পাসারি এলাকার একটি দোকানে বিক্রিযাত বিরিয়ানির মাংসের মধ্যে পোকা পান ক্রেতা। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শহর। বিক্ষোভের মুখে পড়ে দোকান ছেড়ে পালিয়ে যান দোকান মালিক। ঘটনার পর পুলিশ নিয়ন্ত্রনে নিয়ে এসে ওই দোকানে তালা ঝুলিয়ে দেয়।
সেই ঘটনায় পুরনিগমের নজরদারির খামতির অভিযোগ তুলে এদিন শিলিগুড়ি পৌরনিগমের মেয়রের কাছে স্মারকলিপি দিতে আসেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। ‘মেয়রবাবু বিরিয়ানি খাবেন ? ‘ স্লোগান তুলে হাতে প্লাকার্ড নিয়ে পুরনিগমের সামনে এসে জোড় হন মঞ্চের সদস্যরা। পুলিশ মঞ্চের সদস্যদের পুরনিগমের গেটের সামনে আটকে দেয়। পুলিশিবাধা পেয়ে গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।
মঞ্চের পক্ষে বাহিনী-২ এর প্রধান সুদীপ ভগৎ এর অভিযোগ, শহরজুড়ে যেখানে সেখানে বিরিয়ানির দোকান গজিয়ে উঠছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এর আগেও মেয়রের নিজের ওয়ার্ড ৩৩ এও একটি দোকানের বিরিয়ানিতে পোকা পাওয়া গিয়েছিল। কিন্তু তারপর পুরনিগম এই দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কার্যত ঘুমিয়ে রয়েছে পুরনিগমের খাদ্য বিভাগ।