বারোয়ারী কার্তিক পুজো আয়োজনে শিলিগুড়ি কলেজপাড়া পুজো কমিটি

শহরের দীর্ঘ উৎসব মরসুম পেরিয়ে এবার নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো শিলিগুড়ি কলেজ পাড়া কার্তিক পুজো কমিটি আয়োজন করল বারোয়ারী কার্তিক পুজো। রবিবার সাড়ম্বরে এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মিলি শীল সিনহা ও বিশিষ্ট সমাজসেবীরা।

এতদিন পাড়াভিত্তিকভাবে কার্তিক পুজো  হলেও, আয়োজকদের দাবি— উত্তরবঙ্গে এই প্রথম কোনও বড় ও সংগঠিত মণ্ডপে কার্তিক পুজোর আয়োজন করা হল। এবছরের বিশেষ আকর্ষণ বাল্যরূপে কার্তিক, যা দেখতে ভিড় জমাতে শুরু করেন শহরবাসী।

উদ্বোধনের দিন থেকেই পুরো কলেজপাড়া এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। আলোক সজ্জার ঝলকানি, ঢাকের তালে তালে আর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। আয়োজকদের কথায়, “শিলিগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করাই মূল লক্ষ্য।”

শহরবাসীর উৎসাহ ও কৌতূহলে উত্তরবঙ্গের প্রথম বৃহৎ কার্তিক পুজো ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার হবে মূল পুজো এবং পরের দিন ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তন ও ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ।