সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন শিলিগুড়ি পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন। বর্ষার আগে কর্মরত সাফাই কর্মীদের জন্য নিজ উদ্যোগে রেনকোট ও ছাতা বিতরণ করলেন তিনি।
শনিবার ওয়ার্ডের ৪০ জন সাফাই কর্মীদের হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি ওয়ার্ডের মহিলা সাফাই কর্মীদের মধ্যে ছাতাও বিতরণ করেন কাউন্সিলর।
শুধু তাই নয়, এলাকায় যত্রতত্র ফেলে রাখা আবর্জনা দ্রুত সরাতে একটি নতুন অটো পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, এক স্থানীয় সমাজসেবীর আর্থিক সহায়তায় এই অটো পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।
দিলীপ বাবু জানান, “সাফাই কর্মীরা যাতে বর্ষার সময় স্বাস্থ্য সুরক্ষিত রেখে কাজ করতে পারেন, সেই কারণে রেন কোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুর নিগম বা অন্য কোনও সংস্থার সাহায্য ছাড়াই, ওয়ার্ড অফিস ও বাসিন্দাদের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে।”
তিনি আরও বলেন, “ওয়ার্ডের সমস্ত মানুষের সহযোগিতায় আমরা চাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। সবাই মিলে কাজ করলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।”
এই মানবিক পদক্ষেপে খুশি সাফাই কর্মীরা। এমন উদ্যোগে ওয়ার্ডবাসীও উচ্ছ্বসিত। বর্ষার আগে এই ব্যবস্থা ওয়ার্ডের স্যানিটেশন ব্যবস্থাকে আরও মজবুত করল বলেই মনে করছেন সকলে।
