ফুলপাতি শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা, সেজে উঠল শিলিগুড়ি

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর তিথিতে যখন গোটা বাংলাজুড়ে উৎসবের আমেজ, সেই দিনেই নেপালি ভাষাভাষী মানুষের মধ্যে পালিত হলো ফুলপাতি উৎসব। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন করলেন এই বিশেষ দিন।

শিলিগুড়ির সেবক রোড এদিন সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। শিলিগুড়ি-জলপাইগুড়ি গোর্খা ফুলপাতি শোভাযাত্রা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় শামিল হয়েছিলেন নেপালি ভাষাভাষী মানুষের পাশাপাশি বাংলাভাষী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও। ফলে কার্যত ঐক্য ও সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ল গোটা শহরে।

শোভাযাত্রা জুড়ে বেজে ওঠে ঐতিহ্যবাহী গোর্খালী বাদ্যযন্ত্র, যার তালে তাল মিলিয়ে নেচে ওঠেন নেপালি সম্প্রদায়ের শিল্পীরা। বিশেষ আকর্ষণ ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় চন্ডী পাঠ, যা শারদীয়ার আবহের সঙ্গে মিশে এক অন্য মাত্রা যোগ করল ফুলপাতি শোভাযাত্রায়।

উৎসবপ্রেমী শিলিগুড়িবাসী শোভাযাত্রার দৃশ্য দেখতে ভিড় জমান সেবক রোডের দু’পাশে। গোটা অনুষ্ঠানই শহরে বয়ে আনে একতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।