শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী কমিটির তরফে রক্তদান শিবিরের আয়োজন

প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মকালে বৃহত্তর রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। শনিবার সমিতির কার্যালয়ে এই রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে বহু মানুষ উৎসাহের সাথে রক্তদানে এগিয়ে আসেন।

বিগত বছরে ব্যবসায়ী সমিতি এই রক্তদান শিবিরের মাধ্যমে ২০৩ ইউনিট রক্ত সংগ্রহ করেছিল যা তুলে দেওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালের হাতে। ফলে এ বছর তাদের লক্ষ্য ২৫০ ইউনিট রক্ত।

 ব্যবসায়ি সমিতির সদস্যরা জানান, গ্রীষ্মকালে সব থেকে বেশি রক্তের সংকট দেখা যায় ফলে রক্তের ঘাটতি মেটাতে প্রতিবছর এই সময়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তারা আশাবাদী তাদের এই কাজের মাধ্যমে মানুষ আরো উৎসাহিত হবে ও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবেন।