শিলিগুড়িতে ছটপুজোর সাজে উৎসবের রঙ — মহানন্দা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি শহর ও শহর সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সহ বিভিন্ন নদীর ঘাট জুড়ে চলছে ছটপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ বিকেলে অনুষ্ঠিত হবে ছটব্রতীদের পবিত্র সান্ধ্য অর্ঘ্য। সেই উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা, স্থানীয় স্বেচ্ছাসেবী দল সহ স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ একযোগে ব্যস্ত ঘাট সাজানো ও পরিষ্কার – পরিচ্ছন্নতার কাজে।

প্রতিটি ঘাটে কলাগাছ পুঁতে, ফুল, আলপনা ও বর্ণিল কাপড় দিয়ে সুন্দর ভাবে সজ্জিত করা হচ্ছে পুজো মঞ্চ। জল প্রবাহের ধার ঘিরে চলছে ঘাটের চারপাশ পরিষ্কার, বালি সমতলকরণ ও নিরাপত্তা নিশ্চিত করার নানা উদ্যোগ। ইতিমধ্যেই উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে মহানন্দা নদী এলাকা ও শহরের অন্যান্য ছট ঘাটগুলিও। ভক্তদের ভিড় সামাল দিতে তৈরি প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীও।

এদিন ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘাটগুলি পরিদর্শনে করে পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম। তিনি জানান, “পঞ্চায়েত এলাকায় মোট তিনটি ছট ঘাট প্রস্তুত করা হয়েছে। ব্রতীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ঘাট নির্মাণ, আলো, পানীয় জল ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।”

স্থানীয়দের আশা, দীর্ঘ প্রতীক্ষার পর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে আজকের সান্ধ্য অর্ঘ্য ও আগামীকাল সূর্যোদয়ের অর্ঘ্য দিয়ে পূর্ণতা পাবে সূর্যদেবতার এই মহাপর্ব। উৎসবমুখর পরিবেশে শহরবাসীর মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস ও শ্রদ্ধার আবহ স্পষ্ট।