‘এক পের মাকে নাম’— সরকারের অভিনব প্রকল্পে রাজ্য জুড়ে প্রশংসা কুড়োচ্ছে শিলিগুড়ি। প্রকল্পে অংশগ্রহণের নিরিখে ইতিমধ্যেই শিলিগুড়ি রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছেছে। প্রকৃতির প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ গড়ে তুলতেই এই উদ্যোগ, যেখানে প্রতিটি ছাত্রছাত্রী নিজের মায়ের নামে একটি গাছের নাম রাখছে ও সেই গাছকে সন্তানের মতো করে বড় করে তুলছে।
বুধবার শিলিগুড়ির গুলমা টি.স্টেট. প্রাইমারি স্কুল, দাগাপুর টি.স্টেট. প্রাইমারি স্কুল ও ইলাপাল চৌধুরী মেমোরিয়াল হাই স্কুলে গিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখেন জেলা প্রকল্প আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই), অবর বিদ্যালয় পরিদর্শক (এসআই) সহ জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দিলীপ রায়। পড়ুয়াদের দিয়ে গাছ রোপণের পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যা করার শপথ বাক্যও পাঠ করানো হয়। তারা শপথ নেয়—“গাছকে ভালোবাসব, গাছ রক্ষা করব, মায়ের নামে গাছ পরিচর্যা করব।”
শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, এই প্রকল্প শুধু পরিবেশ সচেতনতা নয়, পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম হয়ে উঠছে। শিলিগুড়ির এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক জেলার অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই আশা করছেন সকলে।
পরিবেশ, পরিবার ও শিক্ষার অপূর্ব মেলবন্ধনে ‘এক পের মাকে নাম’ প্রকল্প এখন শিলিগুড়ির গর্ব।
