শীতের চাদরে মোড়া শিলিগুড়ি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে শীত আরও জাঁকিয়ে বসেছে। মঙ্গলবার সকাল হতেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপটে কার্যত আড়াল হয়ে যায় শহরের দৃশ্যপট। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে ও যান চলাচলে।

ভোরের দিকেই রাস্তাঘাটে যানবাহনের গতি ছিল মন্থর। কুয়াশার কারণে দূরপাল্লার বাস ও ছোট যান চলাচলেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায় চালকদের। অফিসগামী মানুষ ও পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয় সকালে বেরোতে গিয়ে।

একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে শিলিগুড়িতে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন এই শীতল আবহাওয়া বজায় থাকতে পারে।