শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন ২০২৬

শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি ম্যারাথন কমিটির উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং শিলিগুড়ি ম্যারাথন কমিটির সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর এই ম্যারাথন দৌড় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—হাফ ম্যারাথন, ড্রিম রান এবং স্পেশাল চাইল্ড রান।

হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে ২০০ টাকা। এই দৌড়ে মোট ২১.১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে শুধুমাত্র পুরুষ প্রতিযোগীরাই এই বিভাগে অংশ নিতে পারবেন। শিলিগুড়ি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ভেনাস মোড়, সেবক মোড়, মাল্লাগুড়ি মোড়, চাম্পাসারি মোড় হয়ে চেক পোস্ট, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী মোড়, অগ্রণী সংঘ ও গোপাল মোড় পেরিয়ে তরাই স্কুল মাঠে গিয়ে এই হাফ ম্যারাথন দৌড় শেষ হবে। এই বিভাগে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা, তৃতীয় পঁচিশ হাজার টাকা, চতুর্থ পনেরো হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে দশ হাজার টাকা। এছাড়াও ষষ্ঠ থেকে দশম স্থানাধিকারীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

ড্রিম রান বিভাগে ১২ বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। এই দৌড়ের এন্ট্রি ফি রাখা হয়েছে ২০ টাকা। শিলিগুড়ি কলেজ থেকে শুরু হয়ে ভেনাস মোড় ফ্লাইওভার, এনটিএস মোড় ও দাদাভাই মোড় হয়ে তরাই স্কুল মাঠে গিয়ে এই দৌড় শেষ হবে। এই বিভাগে মোট পাঁচটি নগদ পুরস্কার রাখা হয়েছে।এছাড়াও স্পেশাল চাইল্ড রান শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণ থেকেই শুরু ও শেষ হবে। এই বিভাগে অংশগ্রহণকারী দশজন প্রতিযোগীকে নগদ পুরস্কার প্রদান করা হবে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের শিলিগুড়ি ম্যারাথনে সর্বমোট দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে। এই ম্যারাথনের মাধ্যমে শহরের মানুষকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।