ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র

বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনই শেষ না হলেও, যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করে জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে যানজটে জর্জরিত মানুষজনের। মেয়র স্পষ্ট জানিয়ে দেন, নতুন বছরের আগে উড়ালপুল চালু হওয়ার সম্ভাবনা নেই।

ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হওয়ার সুযোগ নেই। জানুয়ারিতেই মূল উড়ালপুল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। রেললাইনের উপর দিয়ে যে অংশ যাচ্ছে, সেই কাজ করছে রেল, তবে সেই অংশে এখনও অনেকটাই কাজ বাকি। মেয়র বলেন, পূর্ত দপ্তরের কাজ প্রায় শেষ হলেও রেলের কাজে গতি আনার জন্য আলোচনা চলছে। শনিবার পূর্ত দপ্তর ও রেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন মেয়র।

কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। প্রশাসনের দাবি, সার্ভিস রোড চালু হলে অন্তত পুজোর ভিড়ে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। শহরের সাধারণ মানুষের মতে, “উড়ালপুল পুরো তৈরি না হলেও যদি সার্ভিস রোড খুলে দেওয়া হয়, তাতেই বড় স্বস্তি মিলবে। প্রতিদিনের যানজটে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।”