বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ

বুধবার রাতে শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে একটি গোপন সূত্রে খবর আসে মাদক নিয়ে দুইজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ খালপাড়ার OC সুদীপ কুমার দত্ত বিষয়টি জানা মাত্রই সাদা পোশাকের টিম নিয়ে ঠক্কর ব্রিজের কাছে দুজন ব্যক্তিকে একটি সাইকেল সহ আটক করে,স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ।

তাদের তল্লাশিতে ধৃত দুই ব্যক্তি থেকে প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে দুই দুষ্কৃতী মাদক পাচার করার জন্য জ্যোতি নগর ঠক্কর ব্রিজ এলাকায় ঘোরাফেরা করছে। গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই টিম সাজায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার পুলিশ।

অভিযানে মিলে গেল সাফল্য। ধরা পরল দুই দুষ্কৃতী উদ্ধার হল প্রায় ৪০০ গ্রাম মাদক। মৃতদের নাম মোঃ পাপ্পু এবং মোহাম্মদ রাহুল। মোঃ পাপ্পু এবং মোঃ রাহুল শিলিগুড়ির ভক্তিনগর থানার আশরাফ নগর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। ধৃত দুজনকে রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করবে শিলিগুড়ি থানার পুলিশ।