গতকাল রাতে পৃথক দুটি অভিযানে মোট তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১৬ বোতল কফ সিরাপ। প্রথম অভিযানে, শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় গোপী বাড়ুই ও মনোজ রায় নামে দুই ব্যক্তিকে।
গোপী বাড়ুইয়ের বাড়ি নতুন বাজারে এবং মনোজ রায়ের বাড়ি ভক্তিনগর থানার দীপনগর এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৮০ বোতল কফ সিরাপ। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ অভিযান চালায় শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস এলাকায়।
সেখান থেকে স্বপন রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়, যার কাছ থেকে উদ্ধার হয় ৩৬ বোতল কফ সিরাপ। তিনজন অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাদক পাচারচক্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
