দুধিয়ায় লোহার সেতু ভে*ঙে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সংযোগ, আত*ঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

টানা বৃষ্টিতে এখনও বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। যদিও গতকাল রাত থেকে নতুন করে বড়সড় ধসের খবর না মেলায় সামান্য স্বস্তি ফিরেছে, তবুও দুর্ভোগ চরমে। এর মাঝেই শিলিগুড়ি থেকে মিরিকগামী সড়কে দুধিয়ায় লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুধিয়া এলাকায় বালাসন নদীর তীরে বসবাসকারী মানুষেরা ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে উঠে এসেছেন। শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি চললেও, দুধিয়া অঞ্চলে রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নদী পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। তবে বালাসন নদী এখনও তার ভয়াল রূপেই রয়েছে ও নদীর গর্জনও শোনা যাচ্ছে। ​সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এই পরিস্থিতিতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করে একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। পরিদর্শনে আসে এডিজি এসটিএফ বিনীত গোয়েল, আইজি এসটিএফ গৌরব শর্মা সহ ডিআইজি, এসপি সহ অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিকেরা।
​এদিকে, বিপর্যয়ের এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পৌঁছবেন। পাশাপাশি, রাজ্যপালও শিলিগুড়িতে আসতে চলেছেন বলে খবর। এই পরিস্থিতিতে প্রশাসনের উচ্চপর্যায়ের এই সফরগুলি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।