শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় এস আই আর হেল্প ক্যাম্প করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে সব রকম সহায়তা করতে এই উদ্যোগ বলেই জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আজ সকাল ন’টা নাগাদ শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এন টি এস মোড়ে এস আই আর হেল্প ডেস্কে বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক এবং বিজেপির কর্মকর্তারা।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, এস আই আর নিয়ে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে। সেই ভয় এবং ভুল বার্তা যাতে মানুষের মধ্যে না থাকে সেই কারণেই তার এই উদ্যোগ। তিনি বলেন যে কোন মানুষ যদি এস আই আর নিয়ে উদ্বেগে থাকেন তারা এই ক্যাম্পে এলে তাদের সমস্ত রকম সহায়তা করবে বিজেপির কর্মকর্তারা।

শংকর বাবু বলেন তৃণমূল এস আই আর এর বিরোধিতা করছে না, তৃণমূল ভারতের বিরোধিতা করছে। অবৈধদের সমর্থনে যারা পথে নামে তারা ভারত বিরোধী বলেই আখ্যা দেন বিজেপি বিধায়ক। শংকর বাবু বলেন এই ক্যাম্প মানুষের সহায়তায় সব সময় খোলা থাকবে।