৯৪তম জন্মদিনে শিলিগুড়ি পুরনিগমে মিসাইল ম্যানকে শ্রদ্ধা

“স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দাও”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বুধবার শিলিগুড়ি পুরনিগমে পালিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের ৯৪তম জন্মদিন। মহান বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা শোভা সুব্বা, পুর আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানে ডেপুটি মেয়র বলেন, “ড. কালামের মতো মানুষ এক যুগে একবার জন্ম নেন। তিনি ছিলেন বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন। তাঁর দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগোবে।”

এদিন পুরনিগম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ড. কালামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বিশেষ করে তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা ও দেশের বিজ্ঞানচর্চায় অবদানের কথা স্মরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেওয়া আবদুল কালাম ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছিলেন। দেশের রাষ্ট্রপতি হিসেবে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ছিলেন সর্বজনপ্রিয় নেতা। তাঁর জন্মদিন ‘বিশ্ব ছাত্র দিবস’ (World Students’ Day) হিসেবে প্রতি বছর উদ্‌যাপিত হয়, যা আগামী প্রজন্মের প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।