আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

একাধিক অপরাধ মুলক কাজের সঙ্গে যুক্ত, এর আগেও পুলিশের হাতে পাকরাও হতে হয়েছে অপরাধ মুলক কাজের অপরাধে। সেই অপরাধীকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ফের গ্রেফতার করল এনজেপি থানার সাদা পুলিশ। ধৃতএর নামে বিভাস দত্ত।

পুলিশ সুত্রে জানাগেছে শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি এলাকায় একটি দেশী ওয়ান সাটার ও একটি কার্তুজ নিয়ে কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করার উদ্যশ্য ঘোরাঘুরি করছিল।সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।