বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মিলনপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় আটজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল বলে খবর।
হঠাৎ পুলিশের জিপ ঢুকে পড়তেই পালিয়ে যায় পাঁচজন। তবে খপাত করে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হল— পলাশ মন্ডল (শান্তিনগর), সুজিত লামা (ভাষা এলাকা), অজয় বর্মন (কয়লা ডিপো এলাকা)।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুষ্পা চাকু, লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি পাঁচ দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্ত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।
