নিরাপদ সমাজ গঠনে শিলিগুড়ি পুলিশের নতুন পদক্ষেপ

শহরের নারীদের নিরাপত্তা নিয়ে উদ্যোগে নেমেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ‘উইনার্স’ দলের মহিলা পুলিশ স্কোয়াড গঠন করা হয়েছে, যা শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে।

এই দলটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করছে না, স্থানীয় মহিলাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর কাজেও নিয়োজিত। স্কুল, বাজার, পার্ক ও বাস স্ট্যান্ডে উইনার্স দলের উপস্থিতি নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই উদ্যোগ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ও নারীদের জন্য নিরাপদ সমাজ নিশ্চিত করার উদ্দেশ্যকে আরও দৃঢ় করে। স্থানীয় মহিলা সঙ্গে নিয়মিত মেলামেশার মাধ্যমে উইনার্স দল সমাজে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মহিলাদের মত।