ভিনরাজ্যে মদ পাচারের ছক ভেস্তে দিল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ

আবারো রাতের অন্ধকারে ভিনরাজ্যের মদ শিলিগুড়ি দিয়ে পাচারের ছক। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের চক্রান্ত বিফল করে দিল। স্কুটিতে করে জংশন হেরিটেজ এলাকা থেকে যাবার পথে পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। দুজনেই বিহারের বাসিন্দা। একজনের নাম রোশন কুমার, আরেকজনের নাম রাজু দাস। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দুজনেই বন্ধু। রবিবার রাতে তারা সিকিম থেকে 3 কার্টুন অর্থাৎ প্রায় 84 পিস মদের বোতল নিয়ে আসছিল। কিন্তু শেষ রক্ষা হল না। রাতেরবেলা স্কুটিতে করে পাচারের ছক কষেছিল।

কিন্তু তার আগেই ধরে ফেলে পুলিশ। গোপন সূত্র মারফত খবর পায় প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। এরপর জংশন হেরিটেজের কাছে ওঁৎ পেতেছিল। সেই সময় ওই এলাকা দিয়ে যাওয়া স্কুটি দেখে সন্দেহ হয় পুলিশের। এবং সন্দেহ ভাজন স্কুটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। দেখা যায়, স্কুটির ভেতরে প্রায় 3কার্টুন মদ বোঝাই করা। যার বৈধ কোনো‌ কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্ত দুজন। এরপর কার্টুন থেকে মদ বের করতেই পুলিশ বুঝতে পারে, মদের বোতল গুলি বাংলার নয়। ভিনরাজ্য থেকে আনা হয়েছে মদগুলি। মূলত সিকিম থেকেই আনা হয়েছিল মদগুলি।

সিকিম রাজ্য সরকারের ট্যাক্স চুরি করে চোরা ভাবে মদগুলি সিকিম থেকে নিয়ে আসা হয়েছিল। এবং বিহারে চড়াদামে বিক্রির উদ্দেশ্য ছিল বলেই অনুমান পুলিশের। সেই ফন্দি পুরোটাই ভেস্তে দিল পুলিশ। এবং 84বোতন মদ সহ অভিযুক্ত দুজনকে পাকড়াও করা হয়। পাশাপাশি স্কুটি টি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। পাশাপাশি এই মাদক পাচারের সাথে আর কে জড়িত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।