নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজে মোড়া শহর শিলিগুড়ি। পরিষ্কার আকাশে আজ সকাল থেকেই ফুটে উঠেছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার রূপ। শহর ও আশপাশের এলাকা থেকে দূর থেকে দেখা মিলছে বরফে ঢাকা পাহাড়শ্রেণির সেই মনোরম দৃশ্য।
একদিকে শীতের হালকা ছোঁয়া, অন্যদিকে সূর্যের কোমল আলো — সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য উপহার দিল উত্তরবঙ্গবাসীকে। ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে মানুষজন ছুটে গিয়েছেন ছাদে কিংবা খোলা স্থানে, শুধু একঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য।
পর্যটকরাও এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত। পর্যটন মরশুমে এমন দৃশ্য যেন অতিরিক্ত আনন্দ যোগ করেছে তাদের ভ্রমণে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই ধরনের পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে, ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে শিলিগুড়ি থেকে।
শীতের শুরুতেই প্রকৃতির এই মনোরম রূপে মোহিত পুরো উত্তরবঙ্গ।
