শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের বৃহৎ আন্দোলনের ডাক, আগামীকাল ২০০০-এর বেশি ব্যবসায়ী নিয়ে র‍্যালি

বিভিন্ন ব্যবসায়িক সমস্যার প্রতিবাদে এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল। আজ নি‌ভেদিতা মার্কেটে অবস্থিত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল র‍্যালি বের হবে।

এই র‍্যালিতে শিলিগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২০০০-এরও বেশি খুচরো ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেবেন। র‍্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে। তিনি আরও জানান, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বাজার ব্যবস্থাপনায় অসঙ্গতি, অনিয়ন্ত্রিত হকার সমস্যা, অতিরিক্ত চাপিয়ে দেওয়া নানা নিয়ম-কানুন এবং ব্যবসার স্বার্থে অনুকূল পরিবেশের অভাব—এই সমস্ত বিষয় নিয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন। আগামীকালের র‍্যালিতে এই সব দাবিদাওয়াগুলি জোরালোভাবে তুলে ধরা হবে।

সাংবাদিক বৈঠকে জানানো হয়, বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের পাশাপাশি বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যবসায়ীদের সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। সমিতির নেতৃত্বের আশা, এই শান্তিপূর্ণ র‍্যালির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলি বাস্তবায়নের পথে এগোবে কর্তৃপক্ষ।