শরীরে ইনফেকশনের জেরে জ্বরে ভুগতে ভুগতেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের টেবিল টেনিসের ক্রীড়াগুরু অমিত দামের। গত শনিবার তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে জ্বর কমলেও শরীরে ইনফেকশন এর মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল বলে জানা যায়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সোমবার গভীর রাতে হিলকার্ট রোডের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়।
রাজ্যের স্বনামধন্য কোচ তথা ক্রীড়াগুরু অমিত দামের তত্ত্বাবধানে অগণিত টেবিল টেনিস প্রতিভার হাতেখড়ি হয়েছে। তাঁর হাত ধরে শিলিগুড়ি আজ ‘টেবিল টেনিস নগরী’ হিসেবে পরিচিতি পেয়েছে। উত্তরবঙ্গের টেবিল টেনিস বিকাশে তাঁর অবদান অপরিসীম।
বর্তমানে গুরুতর অসুস্থ এই ক্রীড়াগুরু অসীম উদ্বেগ তৈরি করেছে ক্রীড়া মহলে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকাল থেকেই নার্সিংহোমে ভিড় জমাচ্ছেন অনেকে। শিলিগুড়ির ক্রীড়াপ্রেমী মহলে একটাই প্রার্থনা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন অমিত দাম।
