শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬ আগামী 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এভাবে তাদের ২৩ তম নাট্য মেলার আয়োজন করতে চলছে। এই নাট্যমেলা উপলক্ষে আগামী 1 জানুয়ারি ২০২৬ শিলিগুড়ির সকল নাট্য দল ও নাট্যমদী মানুষদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এবং দুই জানুয়ারি সন্ধ্যা ছয়টার সময় এই নাট্যমেলা শুভ উদ্বোধন হবে। উদ্ভোধক হিসেবে থাকছেন সুমন মুখোপাধ্যায় নাট্যকার নির্দেশক ও অভিনেতা সহ শিলিগুড়ি শহরের একাধিক নাট্য ব্যক্তিত্বরা।
২ জানুয়ারি শুরু শিলিগুড়ি নাট্যমেলা
