শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে বিধান রোডে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার অভিযান চালানো হয়। স্টেডিয়ামের ফোসিন গেটের সামনে থেকে শুরু হয় এই বিশেষ অভিযান।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধান রোডের ফুটপাত ও রাস্তা জুড়ে দীর্ঘদিন ধরেই অনিয়ন্ত্রিতভাবে দোকানপাট বসে আসছিল। এদিনের অভিযানে দখল করে থাকা সমস্ত মালপত্র সরিয়ে দেয় ট্রাফিক পুলিশ। একই সঙ্গে দোকানদারদের সতর্ক করে জানানো হয়, আগামীকাল থেকে ফুটপাত ও রাস্তা পরিষ্কার না থাকলে মালপত্র জব্দ করা হবে।
হঠাৎ হানা দেওয়ায় অনেক ব্যবসায়ী নিজেদের মালপত্র সরিয়ে নিতে বাধ্য হন। তবে ফুটপাত, রাস্তার ওপর ও পার্কিং প্লেস দখল করে তৈরি হওয়া দোকানগুলি উচ্ছেদ করতে পারেনি ট্রাফিক পুলিশ। ফলে সেগুলি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
শিলিগুড়ি পুর নিগম ও ট্রাফিক পুলিশ মাঝেমধ্যেই এমন অভিযান চালালেও কয়েকদিন পর আবার ফুটপাত ও রাস্তা দখল হয়ে যায়। তাই মঙ্গলবারের এই অভিযানের পর আসল পরীক্ষা এখন—সত্যিই কি দখলমুক্ত থাকে বিধান রোড?
