কোচবিহার পুরসভার ৭২ জাল সার্টিফিকেট নিয়ে ‘SIR’ সিনড্রোম

কোচবিহার পৌরসভায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের (সার) কাজের সময় ৭২টি জাল জন্ম শংসাপত্র ধরা পড়েছে। এই সার্টিফিকেটগুলো ২০০২ থেকে ২০১৭ সালের বিভিন্ন সময়ে তৈরি হয়েছে। এগুলোতে পৌর উপপ্রধান আমিনা আহমেদ এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।

পৌরসভার কর্মীরা জানিয়েছেন, এই সার্টিফিকেটগুলোর রেজিস্ট্রেশন নম্বর আসল রেকর্ডের সাথে মিলছে না। পৌর উপপ্রধান আমিনা আহমেদ বলেন, কর্মীরা তার স্বাক্ষর চিনতে পারায় জালিয়াতি ধরা পড়ে। এই ঘটনার পেছনে একটি দালাল চক্র সক্রিয় বলে সন্দেহ করা হচ্ছে, যারা গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজ করছে।

এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে এই ঘটনার জন্য পৌরসভাকে দায়ী করেছেন। পৌর কর্তৃপক্ষ একটি ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।