স্কোডা অটো ইন্ডিয়া দেশের ১৭২টি শহরে ৩০০টি গ্রাহক টাচপয়েন্ট স্থাপন করেছে। স্কোডা অটো এখন টিয়ার ১ শহর ছাড়িয়ে তার উপস্থিতি টিয়ার ২ ও ৩ শহরের বাজারে প্রসারিত করছে। গত নয় মাসে ব্র্যান্ডটি ৩০টিরও বেশি নতুন শহরে প্রবেশ করেছে। এই উন্নত নেটওয়ার্কের মাধ্যমে স্কোডা এখন বার্ষিক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার যানবাহনকে পরিষেবা দিতে সক্ষম।
এছাড়াও পরিষেবা উন্নত করতে কোম্পানিটি স্কোডা সুপারকেয়ার চালু করেছে। যেখানে গাড়ি কেনার প্রথম বছরে বিনামূল্যে রক্ষণাবেক্ষণের প্যাকেজ পাওয়া যায়।
কাইল্যাক, কুশাক, এবং কোডিয়াক মডেলগুলি ভারতে স্কোডা অটোর প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্লাভিয়া ভারতে স্কোডা অটোর সেডানের লিগ্যাসিকে অব্যাহত রেখেছে।
