পুনর্বাসনের দাবিতে পথে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা

রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়ে পুনর্বাসনের দাবিতে টানা সাত দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল ক্ষুদ্র ব্যবসায়ী ও বসতবাড়ির বাসিন্দারা। নিউ জলপাইগুড়ি থানা মোড় এলাকায় এই ধর্নায় শুক্রবার সপরিবারে যোগ দেন বহু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের প্রকল্পের নাম করে বিনা পুনর্বাসনে তাঁদের উচ্ছেদ করার পরিকল্পনা করা হচ্ছে।

তাঁদের কথায়— “শুধুমাত্র কোচ রেস্টুরেন্ট তৈরির জন্য সাধারণ মানুষের জীবিকা ধ্বংস করা একেবারেই অমানবিক।”রেলের তালিকায় অন্তত ২৫টি দোকান ও ৮টি বসতবাড়ি উচ্ছেদের মুখে রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে আশঙ্কা করে তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছে – রেল কর্তৃপক্ষ থেকে সুনির্দিষ্ট পুনর্বাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বৃহস্পতিবার বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে উপস্থিত হন ডাবগ্রাম – ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী। তিনি আন্দোলনকারীদের বক্তব্য শোনেন ও পাশে থাকার আশ্বাস দেন। সূত্রের খবর, পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রেল ও স্থানীয় প্রশাসন।