সোচ রেড ডট সেল চলছে

আবার এসে গেছে বহুপ্রতীক্ষিত সোচ রেড ডট সেল। দেশের সকল সোচ স্টোরে এবং অনলাইনে এই সেল শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। শাড়ি, সালোয়ার স্যুট, কুর্তি, টিউনিক ও ড্রেস মেটেরিয়ালের বিপুল সম্ভারের এই সেলে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

উৎসব ও বিবাহকালীন সোচ রেড ডট সেলের মুখ্য আকর্ষণ হল সবরকম প্রোডাক্টের ওপরেই প্রচুর ছাড়। রেড ডট সেলে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ, চমকপ্রদ প্রিন্ট, দারুণ এমব্রয়ডারি ও সিল্যুয়েটের কটন ও চান্দেরি কুর্তি। এছাড়া রয়েছে মনকাড়া রঙ ও ফ্যাব্রিকের সালোয়ার স্যুট। কটন, সিল্ক, জর্জেট, টিস্যু ও নেটের রকমারি শাড়ির সম্ভার সকলকে মুগ্ধ করবে।

সোচের সুন্দর এথনিক পোশাক পাওয়া যাচ্ছে নেভার-সিন-বিফোর মূল্যে – সোচ স্টোর ও অনলাইনে (www.soch.com)। এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে – কুর্তি ৪৯৯ টাকা, কুর্তি স্যুট ৯৯৮ টাকা, সালোয়ার স্যুট ১৪৯৮ টাকা এবং শাড়ির দাম শুরু ৯৯৮ টাকা থেকে।