শিলিগুড়িতে ফের একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবী শুভ দাস। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত দিপা রায় বর্মণের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন শুভ দাস ও তাঁর সংগঠন ‘ইউথ ফাউন্ডেশন’।
জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক দিপা রায় বর্মণের স্বামী স্ত্রীর চিকিৎসার জন্য জীবনের প্রায় সমস্ত সঞ্চয় ব্যয় করে ফেলেছেন। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছিল। এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে তাঁকে মুম্বাইয়ে চিকিৎসার জন্য পাঠানো হলেও সেখানে আশানুরূপ চিকিৎসা না পাওয়ায় পরিবার চরম হতাশায় ভুগছিল। এই পরিস্থিতির কথা জানতে পেরে সমাজসেবী শুভ দাস এগিয়ে আসেন। রবিবার ‘ইউথ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভক্তিনগর এলাকায় ওই পরিবারের ভাড়া বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি। পাশাপাশি আক্রান্ত মহিলার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
শুভ দাস জানান, দিপা রায় বর্মণকে দিল্লির এইমসে পাঠানো হবে ও তাঁর যাতায়াত, থাকা – খাওয়া ও চিকিৎসার সমস্ত খরচ তাঁদের সংস্থাই বহন করবে। এই মানবিক সহায়তায় নতুন করে আশার আলো দেখছে দিপার পরিবার।
