কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সোমবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।
হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানান, ঠান্ডা আবহাওয়া ও দিল্লির দূষণের প্রভাবে সোনিয়া গান্ধীর ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা সামান্য বেড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, “শ্বাস নিতে কিছুটা অসুবিধা হচ্ছিল। পরীক্ষার পর জানা যায়, অ্যাজমার সমস্যা হালকা ভাবে বেড়েছে। বর্তমানে তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।”
হাসপাতাল জানিয়েছে, তাঁকে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা নিয়মিত তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে এক বা দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
ঠান্ডা ও দূষণের প্রভাবে অসুস্থ সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল
